রাজগঞ্জ, ১ ফেব্রুয়ারিঃ প্রয়াগরাজে কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া বেলাকোবার বাসিন্দা মহিলা ফিরলেন বাড়িতে।
প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন বেলাকোবার শিকারপুর চা বাগানের হাটখোলা লাইনের বাসিন্দা রেসমেইত মেহের। দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছিল তাঁর পরিবারের সদস্যদের। অবশেষে শুক্রবার রাতে বাড়ি ফিরে আসেন মহিলা।
জানা গিয়েছে, ২৯ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে স্নান করার সময় নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলেন রেসমেইত মেহের। সেইসময় ধাক্কাধাক্কিতে স্বামীর থেকে আলাদা হয়ে যান তিনি। এরপর সেখানকার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ট্রেন ধরে পাটনাতে আসেন।সেখান থেকে অন্য ট্রেন ধরে শুক্রবার তিনটে নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান রেসমেইত।এরপর এনজেপি-হলদিবাড়ি ভায়া বেলাকোবা লোকাল ট্রেনে উঠে সন্ধ্যা ছ’টা নাগাদ বেলাকোবা স্টেশনে নামেন।সেখান থেকে বাড়িতে পৌঁছান।মহিলা বাড়িতে ফিরতেই স্বস্তিতে পরিবারের সদস্যরা।
এদিন রেসমেইত মেহের জানান, সেখানে দলছুট হয়ে যাওয়ার পর এলাকাবাসী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।ট্রেনেও অনেকে সহযোগিতা করেছেন।
এদিন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়,রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার ও বেলাকোবা ফাঁড়ির ওসি কেসাং টি লেপচা গিয়ে মহিলাকে সংবর্ধনা জানান।এছাড়াও বিজেপি জেলা কিষান মোর্চার সভাপতি নকুল দাসও মহিলার বাড়িতে যান।