রাজগঞ্জ,২৬ মেঃ বেলাকোবাতে কয়েকটি ট্রেনের স্টপেজ সহ এলাকাবাসীর বেশকিছু দাবির বিষয় খতিয়ে দেখতে বেলাকোবা রেল স্টেশন পরিদর্শন করলেন জলপাইগুড়ি জেলার বিজেপি সাংসদ জয়ন্ত রায়।বৃহস্পতিবার তিনি স্টেশন পরিদর্শনের পাশাপাশি বেলাকোবা ব্যবসায়ী সমিতির সঙ্গে তাদের দাবিগুলি নিয়ে আলোচনা করেন।
জয়ন্ত রায় বলেন, বেলাকোবা রেল স্টেশনে আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তিস্তা তোর্সা, বামন হাট ও আসাম প্যাসেঞ্জারের স্টপেজ ছিল।তার মধ্যে কয়েকটি ট্রেন বর্তমানে বন্ধ হয়ে গেলেও বাকি ট্রেনগুলি স্টপেজ দেয় না।এই ব্যাপারে রেল মন্ত্রকের সঙ্গে কথা বলবেন।এছাড়াও রেল স্টেশনের সংযোগকারী বেহাল রাস্তা সংস্কার, পানীয় জলের ব্যবস্থা, উড়ালপুল ও ফাটাপুকুরটির সৌন্দর্যায়ন সহ বিভিন্ন দাবি স্থানীয়দের তরফে করা হয়েছে।সেই বিষয়গুলিতে রাজ্য সরকারের সহমত থাকা দরকার।রাজ্য সরকার সহযোগিতা করলে সেগুলি সমাধানের চেষ্টা করা হবে।