রাজগঞ্জ, ২৪ নভেম্বরঃ রাস উৎসব উপলক্ষে রাসমেলার আয়োজন বেলাকোবার মালিভিটায়।
আরএসসিসি ক্লাবের পরিচালনায় ও উদ্যোগে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবার মালিভিটার রাসমেলা এবছর ৩৯ তম বর্ষে পদার্পন করেছে।পাঁচদিন ব্যাপী এই মেলা আগামীকাল শেষ হবে।প্রত্যেকদিনই মেলায় উপচে পড়ছে ভিড়।শুধু এলাকার মানুষ নয় আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রচুর মানুষ ভিড় করছেন।
ক্লাবের সদস্যরা জানান, দীর্ঘ ৩৯ বছর ধরে এই মেলা হয়ে আসছে।মডেলের মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলা তুলে ধরা হয়েছে।প্রত্যেকদিন রাতে অনুষ্ঠিত হচ্ছে পালাটিয়া গান, বাউল, ভাওয়াইয়া গানের আসর।বেলাকোবা ছাড়াও রাজগঞ্জ ব্লক ও জেলার মানুষেরা মেলা দেখতে ভিড় করছেন।