রাজগঞ্জ, ৯ জানুয়ারিঃ রাজগঞ্জ ব্লকের বেলাকোবা পাবলিক ক্লাব ময়দানে তিন দিনব্যাপী জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা হল।বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মণ, অতিরিক্ত জেলা শাসক রাজেশ রাথোর, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালি দে সরকার, অর্চনা রায়, অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, জলপাইগুড়ি ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।এই উৎসবে রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্তের রাজবংশী, আদিবাসী সহ নানা শিল্পীরা অংশগ্রহণ করছেন।তাদের পরিবেশনায় লোকনৃত্য, লোকসংগীত ও যাত্রাপালা প্রদর্শিত হবে।
সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি এই উৎসব জেলার লোকশিল্পীদের মঞ্চ দেওয়ার এক গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করছেন আয়োজকেরা।
