রাজগঞ্জ, ৩ নভেম্বরঃ বেলাকোবায় নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন।বেলাকোবার কলেজ পাড়ায় বিদ্রোহী সংঘের উদ্যোগে ও শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়।এদিন শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা করান।
এই বিষয়ে ক্লাবের সদস্য অমলেন্দু ভৌমিক বলেন, আজ বিনামূল্যে আমাদের ক্লাবের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।স্থানীয় অসহায় বহু মানুষ চক্ষু পরীক্ষা করাতে এসেছেন।বিনামূল্যে চোখের ছানির অপারেশনের ব্যবস্থা করা হবে।আগামীতেও এই রকম ক্যাম্প করা হবে।
