শিলিগুড়ি, ৯ মার্চঃ গাঁদা ফুল, বেলপাতা দিয়ে তৈরি হচ্ছে সুগন্ধী ভেষজ আবির।ভেজালের যুগে এই ভেষজ আবির ব্যবহার করলে ত্বকের কোনো রোগ কিংবা অ্যালার্জিও হবেনা। দোলের আগে অনেকেই চিন্তায় পড়ে যান ভেজাল ও রাসায়নিক মেশানো আবির নিয়ে।সেই আবির থেকে দূরে থাকতে বলেন চিকিৎসকেরা।যেকারণে গত কয়েক বছরে পাল্লা দিয়ে বেড়েছে ভেষজ আবিরের চাহিদা।
পশ্চিমবঙ্গ সরকারের বন দফতরের উদ্যোগে দোলের আগে তৈরি হয় ভেষজ আবির। যা বনজ স্টোরগুলি থেকে বিক্রি হয়।এবছরও শিলিগুড়ির অদূরে ব্যাঙডুবিতে বনদফতরের তরফে তৈরি হচ্ছে ভেষজ আবির।প্রায় সাড়ে ৭ কুইন্টাল ভেষজ আবির তৈরি হচ্ছে।শিলিগুড়ি ছাড়াও আশপাশের বিভিন্ন জেলায় এই ভেষজ আবির পাঠানো হবে।
মূলত গাঁদাফুল, বেলপাতার সঙ্গে ট্যালকম পাউডার, ফুড কালার মিশিয়ে এই আবির তৈরি করা হয়।ইতিমধ্যেই ভেষজ আবির বিক্রিও শুরু হয়ে গিয়েছে বনজ স্টোরগুলিতে।
