এসএসবির তরফে সীমান্তবর্তী স্কুলগুলিকে বেঞ্চ এবং ডেস্ক প্রদান

খড়িবাড়ি,২৬ জানুয়ারিঃ এসএসবির ১৯ নম্বর ব্যাটালিয়নের তরফে সীমান্তবর্তী স্কুলগুলিকে বেঞ্চ এবং ডেস্ক বিতরণ করা হল।


প্রতিটি স্কুলকে ৯টি করে বেঞ্চ ও ডেস্ক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএসবির ১৯ নম্বর ব্যাটালিয়নের উপসেনানায়ক কোজা রাম লামরোর,নবীন কুমার রায় সহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 780casibom giriş güncel adrescasibom 760 girişJojobetjojobetCasibom GirişCasibomDeneme Bonusu Veren SitelerCasibom Girişdeneme bonusuJojobet Girişcasibom girişcasibomJojobet GirişCasibom GirişCasibomCasibomcasibomcasibom girişcasibomcasibom girişcasibom güncel giriş