বেঙ্গাইজোতে ডিভাইডারে ধাক্কা বাইকের, গুরুতর জখম দুই

নকশালবাড়ি, ১৭ জানুয়ারি: নকশালবাড়ির বেঙ্গাইজোতে এশিয়ান হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাইকের। ঘটনায় আহত হলেন দুই যুবক। আহতরা হল মহম্মদ জহেল ও মহম্মদ জুয়েল, দুজনই নকশালবাড়ির তোতারাম জোতের বাসিন্দা।


খড়িবাড়ির পানিট্যাঙ্কি থেকে এশিয়ান হাইওয়ে দিয়ে নকশালবাড়ির আসার পথে বেঙ্গাইজোতের বাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে ও ছিটকে পড়েন দুইজন। তীব্র আওয়াজ শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হলে আশঙ্কাজনক অবস্থায় থাকায় উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme Bonuslarcasibom 726Onwincasibom girişbahsegel girişcasino sitelericasibom giriscasibomholiganbetbets10 günceljojobet girişgrandpashabetjojobetgrand pasha betgrandpashabet girişcasibom giriş