রাজগঞ্জ, ২৭ মার্চঃ কালিম্পং ও মংপুর পরে গজলডোবায় অনুষ্ঠিত হল বেঙ্গল হিমালায়ান কার্নিভালের সমাপ্তি অনুষ্ঠান।
রাজ্যের পর্যটন দপ্তরের সহযোগিতায় এবং হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের পরিচালনায় গজলডোবা ভোরের আলোতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উত্তরবঙ্গের পর্যটনচিত্র তুলে ধরার পাশাপাশি পর্যটনের উন্নয়নমূলক দিকগুলি সম্পর্কে অবগত করা হয়।
হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের মুখ্য উপদেষ্টা রাজ বসু বলেন, বাংলায় যে হিমালয় রয়েছে সেটা বিশ্বের অনেকেই জানে না।তাই বাংলার হিমালয় সম্পর্কে অবগত করার পাশাপাশি মহামারী পরিস্থিতিতে পর্যটন শিল্প পড়ে গিয়েছিল তা জাগিয়ে তুলতে কার্নিভালের আয়োজন করা হয়েছে।এছাড়াও পর্যটনকে কেন্দ্র করে যারা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা মহামারী পরিস্থিতির পর হারিয়ে যেতে বসেছে।তাদেরকে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই কার্নিভালের আয়োজন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়,পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর জ্যোতি ঘোষ, হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সহ-সভাপতি অভিজিৎ সেনগুপ্ত , জলপাইগুড়ি ট্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সব্যসাচী রায়।