শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ শিলিগুড়ির বেঙ্গল সাফারি সংলগ্ন ৭ থেকে ৮ মাইলের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা।ঘটনায় মৃত্যু হল শিলিগুড়ির বাসিন্দা এক মহিলার।মৃতার নাম সোনালী ডিগোরিয়া(৪০)।মহিলা পেশায় গবেষক ছিলেন।
জানা গিয়েছে, সোনালী ডিগোরিয়া দীর্ঘদিন পর জার্মানি থেকে শিলিগুড়িতে বাড়িতে আসেন।গতকাল রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন।গভীর রাতে হঠাৎই লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা করেন।এই লং ড্রাইভে বেড়িয়েই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৩টা নাগাদ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়রা পুলিশকে জানায়, গাড়িটি দ্রুত গতিতে ছুটছিল।নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে রাস্তার নীচে পড়ে যায় গাড়িটি।দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।ঘটনার পর স্থানীয়রা ও পুলিশের সহায়তায় গাড়ির ভেতরে আটকে থাকা ছয়জনকে উদ্ধার করে সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসকরা সোনালী ডিগোরিয়াকে মৃত বলে ঘোষণা করে।এছাড়াও আহত হয়েছেন মনীশ লাখোটিয়া, রিচা চৌধুরী, নীতিশ আগরওয়াল, প্রীতি বনসাল এবং পীযূষ জৈন।এই ৫ জনই বর্তমানে চিকিৎসাধীন।খবর পেয়ে ছুটে আসে সকলের পরিবারের সদস্যরা।
এদিকে সোনালী ডিগোরিয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
