শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এসে পৌছালো সিংহরাজ।ত্রিপুরার সিপাহিজলা জুয়োলজিক্যাল পার্ক থেকে দুটি সিংহ আজ শিলিগুড়িতে পৌঁছেছে।এদিন পশু অ্যাম্বুলেন্সে করে সিংহ দুটিকে নিরাপদে বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়।সিংহ আসতেই খুশির হাওয়া শহর শিলিগুড়িতে।
জানা গিয়েছে, বেঙ্গল সাফারিতে আসা দুটি সিংহের নাম আকবর ও সীতা।ত্রিপুরার সিপাহিজলা জুয়োলজিক্যাল পার্কেই জন্ম দুজনের।আকবরের বয়স ৭ বছর এবং সীতার বয়স পাঁচ বছর।দুজনেই একসঙ্গে থাকতে পছন্দ করে।এই দুই সিংহ বেঙ্গল সাফারিতে থাকলে সিংহের প্রজননেও সফলতা আসবে বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ।
বাঘ, গণ্ডার, হাতি সহ বিভিন্ন জীবজন্তুর পাশাপাশি সিংহের আগমনে বেঙ্গল সাফারিতে পর্যটকের সংখ্যাও বাড়বে।বছরের শুরুতে সিংহরাজের আগমনে খুশি পার্ক কর্তৃপক্ষ।
এদিকে পার্ক কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, নিরাপদেই সিংহ দুটি পৌঁছেছে।বর্তমানে তাদের এনক্লোজারে রাখা হবে।তবে এখনই পর্যটকের সামনে তাদের আনা হবে না।পরিবেশের সঙ্গে মানিয়ে নিলে তবেই পর্যটকেরা সিংহ দর্শন করতে পারবেন বলে জানা গিয়েছে।