শিলিগুড়ি,২২ এপ্রিলঃ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথির আগমন।রয়্যাল বেঙ্গল টাইগারের পর এবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে জন্ম নিল হিমলয়ান ব্ল্যাক বিয়ার।পার্কে ফুর্বু নামে হিমালয়ান ব্ল্যাক বিয়ার এক শাবকের জন্ম দিয়েছে।
মার্চ মাসেই নতুন শাবকের জন্ম হয়।কিছুদিনের মধ্যে নতুন শাবকটির লিঙ্গ নির্ধারণ হবে।তবে এখন মা ফুর্বুর কাছেই রয়েছে শাবক।
ভল্লুক শাবকের মা ফুর্বু ও বাবা ধ্রুব।কয়েক বছর আগে দার্জিলিং চিড়িয়াখানা থেকে বেঙ্গল সাফারিতে এসেছিল ব্ল্যাক বিয়ারগুলি। জেনিফার, ড্যাডি নামে আরও ব্ল্যাক বিয়ার রয়েছে বেঙ্গল সাফারিতে।পার্কের আধিকারিকদের দাবি মা ও শাবক দুজনই সুস্থ রয়েছে।তাঁদের সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম হয়েছে।এরপর হিমালয়ান ব্ল্যাক বিয়ারের জন্ম নেওয়ায় স্বাভাবিকভাবেই খুশি বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।আগামীতে বেঙ্গল সাফারি পার্কে জেব্রা, জলহস্তি, সিংহ আনার ব্যাপারেও চিন্তাভাবনা রয়েছে বনদফতরের।