শিলিগুড়ি, ১৫ মার্চঃ নভেল করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ।গোটা দেশের পাশাপাশি তার প্রভাব পড়েছে শিলিগুড়িতেও।
করোনা মোকাবিলায় তৎপর শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক।প্রতিদিন প্রচুর মানুষ বেঙ্গল সাফারি পার্কে ঘুরতে যান।পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে কড়া সতর্কতা পদক্ষেপ গ্রহণ করেছে পার্ক কর্তৃপক্ষ।
প্রতিদিন প্রায় ৩-৪ বার করে পর্যটকদের প্রবেশ পথ এবং সাফারির গাড়িতে স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে।এছাড়াও ভাইরাস থেকে বাঁচতে পার্কের কর্মীদের মাস্ক এবং হাতে পরার জন্য গ্লাভস দেওয়া হয়েছে।
বেঙ্গল সাফারি পার্কের রেঞ্জার দীপক রসাইলি বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে রাজ্য সরকারের নির্দেশে প্রতিদিন ৩ থেকে ৪ বার করে স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে।আগামীতে পার্কে আসা পর্যটকদের থার্মাল স্ক্যানিং করা হবে।এছাড়াও গোটা পার্কে করোনা সচেতনতামূলক পোস্টার লাগানো হয়েছে।