শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বরঃ করোনা অতিমারির জেরে প্রায় ৬ মাস পর খুলতে চলেছে রাজ্য বনবিভাগের অন্তর্ভুক্ত সমস্ত চিড়িয়াখানা। আগামী ২রা অক্টোবর থেকে সমস্ত সরকারি নির্দেশাবলী মেনে খুলে যাবে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কও।
তবে বন্ধ থাকবে হাতি সাফারি, টিকিট কাটতে হবে অনলাইনে।পার্কে প্রবেশের মুখেই থাকবে থার্মাল চেকিং এর বন্দোবস্ত, শরীরের তাপমাত্রা বেশি থাকলেই ফিরে যেতে হবে।সুরক্ষাবিধির কথা মাথায় রেখে পার্কের সমস্ত যানবাহন জীবানুমুক্ত করে তারপরেই যাত্রীদের তোলা হবে, দুই-সিটের গাড়িগুলিতে পাশাপাশি যাতে দুজন যাত্রী না বসতে পারে সেদিকে নজর রাখা হবে।
পার্কের ভেতরেও মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক, মানতে হবে সামাজিক দূরত্বও।সাফারি পার্কে প্রবেশ করা মানুষের মধ্যে শুধুমাত্র ৩০ শতাংশ মানুষ একসঙ্গে পার্কের মধ্যে থাকা খাবারের রেস্তোরায় প্রবেশ করতে পারবে।খাবারগুলি সঠিকভাবে প্যাকেট করে পরিবেশন করতে হবে। পাশাপাশি সাফারি পার্কের কোনো কর্মীর মধ্যে জ্বর, সর্দির লক্ষণ থাকলে সকলের সুরক্ষার্থে তাদেরও কাজে আসতেও বারণ করা হয়েছে।