শিলিগুড়ি, ২৯ ডিসেম্বরঃ বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে বেঙ্গল সাফারী ভ্রমণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করল সৃষ্টি ফাউন্ডেশন সহ আরও দুই স্বেচ্ছাসেবী সংগঠন।
জানা গিয়েছে, বুধবার প্রায় ৬০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে মেয়ে ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই ভ্রমনে যান তারা।দিনভর নানান কর্মসূচি গ্রহণ করা হয়।এদিন সংস্থার তরফে দুজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
সৃষ্টি ফাউন্ডেশনের কর্নধার গৌতম গোস্বামী জানান,সমাজের অন্যান্য সাধারন ছেলে মেয়েদের মতো এরাও যাতে সাময়িক আনন্দ উপভোগ করতে পারে সেই কারনেই তাদের এই উদ্যোগ।আগামীতেও এমন ধরনের পরিকল্পনা গ্রহন করা হবে বলে জানান তিনি।