শিলিগুড়ি, ২৬ আগস্টঃ ডিসেম্বরে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে সিংহ।পাশাপাশি জেব্রা, জিরাফ ও ব্ল্যাক প্যান্থারও আসছে এই পার্কে। শনিবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে এসে এমনটাই জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
অন্যদিকে কিছুদিন আগে বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার রিকা তিনশাবকের জন্ম দিয়েছে। তিন শাবক সুস্থ রয়েছে বলে জানান বনমন্ত্রী। গত ১৯ আগস্ট তিন শাবকের জন্ম হয়েছে। তবে সংক্রমণের আশঙ্কায় এখন শাবকদের কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছেনা। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মা ও শাবকের উপর নজর রেখেছেন বেঙ্গল সাফারির আধিকারিক ও চিকিৎসকেরা। কিছুদিন আগে সাদা বাঘ কিকা দুই শাবকের জন্ম দিয়েছিল। যদিও দুটি শাবক মারা যায়।
বনমন্ত্রী জানান, জন্মের পর একটি শাবকের উপর পড়ে যায় কিকা। তাতেই শাবকটি মারা যায়।আরেকটি শাবক ফুসফুসে সংক্রমণের জন্য মারা যায়। যেকারণে এখন রিকার সন্তানদের উপর বাড়তি নজর রেখেছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।