শিলিগুড়ি, ১৭ ডিসেম্বরঃ নতুন বছরে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আসছে সিংহ।রবিবার সাংবাদিক বৈঠক করে জানালেন ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরী এবং বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।এই খবরে খুশির হাওয়া শহরজুড়ে।
জানা গিয়েছে, আগামী জানুয়ারি মাসেই ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হবে সিংহ।এর জন্য সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।সিংহ নিয়ে আসার পর কিছুদিন বিশেষ নজরদারিতে রাখা হবে।এরপর পর্যটকদের জন্য শুরু করা হবে সিংহ সাফারি।
এদিন ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরী বলেন, জানুয়ারিতে ত্রিপুরা থেকে সিংহ আসছে।পাশাপাশি আরও কিছু নতুন সদস্য বেঙ্গল সাফারিতে আসতে চলেছে।গত এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত বেঙ্গল সাফারি পার্কের ৫ কোটি টাকা আয় হয়েছে বলে জানান তিনি।