শিলিগুড়ি, ২০ ডিসেম্বরঃ দিনভর ছুটোছুটি।গাছ থেকে লাফ।আবার গাড়ি দেখলেই তেড়ে যাওয়া।২০১৯ সালের ১ লা জানুয়ারী হঠাৎ পালিয়ে যায় বেঙ্গল সাফারির শচীন।তাকে খুজতে দিনরাত এক করে দিয়েছিলেন বনকর্তারা।যদিও কয়েকদিন পর নিজে থেকেই ফিরে আসে সে। তারপর থেকে শচীনকে আরও নজরে রাখা হতো।
সেই শচীন আর নেই।শুনেই মন খারাপ সকলের।জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চিতাবাঘটির।
এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ বলেন, গত সাত দিন থেকে অসুস্থ ছিল শচীন।চিকিৎসকদের তত্বাবধানে রাখা হয়েছিল তাকে।এরপর শনিবার হঠাৎই মৃত্যু হয় তার।প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে মৃত্যু হয়েছে শচীনের।তবে মৃত্যুর সঠিক কারণ জানতে শচীনের মৃতদেহের নমুনা কলকাতায় পাঠানো হয়েছে।