বেঙ্গল সাফারিতে মৃত্যু রয়্যাল বেঙ্গল টাইগার শাবকের

শিলিগুড়ি, ১৮ আগস্টঃ ফের বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার শাবকের মৃত্যু হল। কিছুদিন আগেই বেঙ্গল সাফারি পার্কে সাদা বাঘিনি কিকা দুটি শাবকের জন্ম দিয়েছিল।


জন্মের সময় একটি শাবক মারা যায়। আরেকটি শাবক কয়েকদিনের মধ্যে মারা গিয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে পার্কের আধিকারিকেরা কিছু বলতে চাননি। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সংবাদমাধ্যমকে জানান,  একটি শাবক মারা গিয়েছে।

পার্ক সূত্রে খবর শাবকটি কয়েকদিন ধরে খাবার খাচ্ছিল না। এরপরই মারা যায়। জুলাই মাসে কিকা দুই শাবকের জন্ম দিয়ছিল। একটি শাবক জন্মের সময় মারা যায়। আরেকটি শাবককে নজরদারিতেই রাখা হয়েছিল। কিন্তু সেই শাবকটি মারা যাওয়ায় চিন্তায় বনকর্তারা। 


বন দফতরের আধিকারিক ও পশু চিকিৎসকেরা জানান, বাঘের জন্মের পর কয়েক মাস খুব গুরুত্বপূর্ণ।দেখা যায় জন্ম হওয়া শাবকদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম  থাকে ও শারীরিক দুর্বলতা থাকে। যেকারণে অনেক সময়তে মারা যায় শাবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş