শিলিগুড়ি, ২১ জানুয়ারিঃ পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে তৈরি করা হবে পুলিশ ফাঁড়ি।বেঙ্গল সাফারি পার্ক ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বাইক পেট্রোলিং এর ব্যবস্থাও করা হবে।মঙ্গলবার বেঙ্গল সাফারি পার্কের অনুষ্ঠানে যোগ দিয়ে জানালেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর।
জানা গিয়েছে, আজ বেঙ্গল সাফারি পার্কের ১০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর এবং উত্তর-পশ্চিম অঞ্চলের মুখ্য বনসংরক্ষক পি আর প্রধান সহ অন্যান্য আধিকারিকেরা।এদিনের অনুষ্ঠানে পার্কের উন্নয়নে কাজ করা কর্মীদের এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সম্মানিত করা হয়।
পুলিশ কমিশনার সি সুধাকর বলেন, পার্কে আসা পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে।যার জন্য বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষকে প্রস্তাব দিতে হবে।এরপর পুলিশ কমিশনারেটের তরফে ফাঁড়ি তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।