৫-৭ ফেব্রুয়ারি বেঙ্গল হিমালয়ান কার্নিভাল

শিলিগুড়ি, ২৫ জানুয়ারিঃ শীতের মরশুমে এবার পাহাড় ও ডুয়ার্সে বেঙ্গল হিমালয়ান কার্নিভালের আয়োজন। হিমালয়ান হসপিট্যালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের উদ্যোগে ও পর্যটন দপ্তরের সহযোগীতায় আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্নিভাল হবে।


দার্জিলিং, কালিম্পং ও ডুয়ার্সে এই কার্নিভাল হবে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আকর্ষণীয় বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। গজলডোবায় ৭ ফেব্রুয়ারি বার্ড ম্যারাথনের আয়োজন করা হয়েছে। যেখানে অংশগ্রহণকারীরা নৌকায় বসে পাখির ছবি তোলার সুযোগ পাবেন। সেরাদের পুরস্কৃতও করা হবে। এছাড়া পাহাড়ে হেরিটেজ ওয়াকেরও আয়োজন করা হচ্ছে। সোমবার কার্নিভাল নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেন পর্যটমন্ত্রী গৌতম দেব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *