শিলিগুড়ি,১৫ এপ্রিলঃ করোনার প্রকোপ বাড়তেই লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।এদিকে করোনার হাত থেকে পশু-পাখিদের বাঁচাতে অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন চিড়িয়াখানা সহ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য।বন্ধ রয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কও।নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে বেঙ্গল সাফারি।ইতিমধ্যেই বেঙ্গল সাফারির সমস্ত পশুকে কোয়ারেন্টিন করা হয়েছে।পাশাপাশি লোহার খাঁচা বার্নার দিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে।নিয়মিত প্রতিটি প্রাণীকে ভ্যাকসিনও দেওয়া হচ্ছে।
অন্যদিকে লেপার্ডকে যে মাংস খেতে দেওয়া হচ্ছে তাও গরম জলে ফুটিয়ে দেওয়া হচ্ছে।যেসব কর্মীরা পশুদের খাবার দিতে যাচ্ছে তারা সকলেই উপযুক্ত পোশাক পড়েই ভেতরে ঢুকছে।এমনকি প্রশাসনিক কর্তাদের গাড়ি ভেতরে ঢুকলেও তা স্যানিটাইজ করা হচ্ছে।
এই বিষয়ে বেঙ্গল সাফারির ডিরেক্টর ধরম দেও রাই বলেন, বেঙ্গল সাফারি নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে।পশুদেরকে সুস্থ রাখতে বিশেষ নজর রাখা হচ্ছে এবং প্রাণীদের নিয়মিত ভ্যাকসিনও দেওয়া হচ্ছে।