শিলিগুড়ি,২৯ আগস্টঃ বেঙ্গল সাফারিতে জন্ম নিয়েছে তিন ব্র্যাঘ্র শাবক। তাদের নামকরণ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।
প্রসঙ্গত, এর আগে বেঙ্গল সাফারিতে জন্ম নেওয়া ৩ ব্যাঘ্র শাবকের নাম দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে একটি শাবক মারা যায়। এখন বেঙ্গল সাফারিতে দিব্যি দিন কাটাচ্ছে কিকা ও রিকা। কয়েক সপ্তাহ আগে নতুন শাবকদের আসার পর থেকেই খুশির আমেজ বেঙ্গল সাফারিতে। আপাতত নজরদারিতে রাখা হয়েছে তাদের। শিলা ও তাদের শাবকদের খাঁচার কাছে যেতে দেওয়া হচ্ছে কয়েকজনকেই।
শনিবার পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, তিন শাবকের নামকরণের বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। এছাড়াও বেঙ্গল সাফারিতে কর্মতীর্থ তৈরি হবে বলে জানান তিনি। সেখান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হাতে তৈরি জিনিস বিক্রি করতে পারবেন। পরবর্তীতে বেঙ্গল সাফারিতে জিরাফ,নিশাচর পাখি আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী। গত কয়েকমাসে বেঙ্গল সাফারিতে প্রচুর হরিণ জন্ম নিয়েছে। যেকারণে বেশকিছু হরিণ উত্তরবঙ্গে বিভিন্ন বনাঞ্চলে পাঠানো হবে।