লকডাউনে কেমন আছে বেঙ্গল সাফারির পশু-পাখিরা, জানতে পরিদর্শনে পর্যটনমন্ত্রী

শিলিগুড়ি, ১৪ এপ্রিলঃ দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আগেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক বন্ধ করা হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বেঙ্গল সাফারি পার্ক ও পার্কের পশু-পাখিরা কি অবস্থায় রয়েছে তা দেখতে পরিদর্শনে যান মন্ত্রী গৌতম দেব।


এদিন পার্কে পৌঁছে প্রথমে পার্কের বিভিন্ন দিক খতিয়ে দেখেন তিনি।এরপর পার্কের পশু পাখিদের কিভাবে রাখা হয়েছে, তাদের স্বাস্থ্য ও খাওয়া-দাওয়া নিয়ে পার্কের আধিকারিকের সঙ্গে আলোচনা করেন।

বেঙ্গল সাফারি পার্কের ডিএও ধর্মদেব রায় ও পার্কের কর্মীদের নিয়ে একটি বৈঠকও করেন মন্ত্রী।এদিনের বৈঠকে করোনা ভাইরাস থেকে পশু পাখিদের বাঁচাতে বিশেষ নজর রাখার কথা বলেন মন্ত্রী।এই বিষয়ে পার্কের আধিকারিককে বিশেষ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom