শিলিগুড়ি,২৩ জুনঃ বেঙ্গল সাফারির রয়্যাল বেঙ্গল শাবকের নাম রাখা হল ‘অগ্নিবীর’। কেন্দ্রীয় মন্ত্রী শাবককে দত্তক নিয়ে এই নাম রাখলেন।
সিকিম থেকে ফেরার পথে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে যান খাদ্য ও খাদ্যবন্টন, পরিবেশ ও বনের মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে।সেখানে শীলা ও ভিভানের শাবককে দত্তক নেন মন্ত্রী। ২ লক্ষ টাকায় একটি শাবককে দত্তক নেওয়া হয়েছে। সেই শাবকের নাম দেন অগ্নিবীর।
রয়্যাল বেঙ্গল শাবকটির বয়স প্রায় এক বছর।প্রথমে এক বছরের জন্য ওই শাবকটিকে দত্তক নিয়েছেন তিনি।দত্তক বাবদ দু’লক্ষ টাকা পার্ক কর্তৃপক্ষকে দিয়েছেন মন্ত্রী।বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যেই তার এই দত্তক নেওয়া বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। অন্যদিকে বেঙ্গল সাফারি বেশকিছু বাঘ, পাখি, হরিণ সহ নানা বন্যপ্রাণীকে ইতিমধ্যেই অনেকেই দত্তক নিয়েছেন।