শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ রাতের শহরে গতির বলি। প্রাণ গেল এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির সেবক রোডে একটি বেপরোয়া গাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হল মুকেশ মিত্তল নামে এক ব্যবসায়ীর। গুরুতর জখম অবস্থায় এক ব্যক্তির নার্সিংহোমে চিকিৎসা চলছে।
এদিন দুই বন্ধুর সঙ্গে সেবক রোডে দাড়িয়ে ছিলেন মুকেশ মিত্তল। সেসময় ভক্তিনগর চেকপোস্টের দিক থেকে দ্রুতগতিতে একটি গাড়ি আসছিল। এরপরই গাড়িটি উল্টে যায়। গাড়ির নীচে চাপা পড়েন দুজন। সেবক রোডে একটি নার্সিংহোমে নিয়ে গেলে মুকেশ মিত্তলকে মৃত বলে জানানো হয়। এদিকে গাড়িতে ছিলেন তিনজন। দুর্ঘটনার পর তিনজনই পালিয়ে যায়। পরে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
শুক্রবার মৃত ব্যবসায়ীর পরিচিত ও বন্ধুরা ভক্তিনগর থানায় যান। সেখানে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। সিসি ক্যামেরার ফুটেজ ও ওই গাড়ির রেজিস্ট্রেশন দেখে গাড়ি চালকের খোঁজ শুরু করেছে ভক্তিনগর থানা।
অন্যদিকে রাত হলেই শিলিগুড়িতে বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য বেড়েই চলেছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা বাড়ছে। এর জেরে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে।