শিলিগুড়ি, ২৭ জানুয়ারিঃ হেলমেট নেই, লাইসেন্স নেই, সিট বেল্টও পরছেন না? কিংবা নেই গাড়ির পলিউশন সার্টিফিকেট। এসব ট্রাফিক আইন ভঙ্গ করলে তাহলে এবার মোটা টাকা জরিমানা গুনতে হবে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে নয়া ট্রাফিক বিধি কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শিলিগুড়ি শহরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে নতুন নিয়ম মেনেই জরিমানা করা হচ্ছে ট্রাফিক আইন ভঙ্গকারীদের। আর জরিমানা বাড়তেই রীতিমতো ট্রাফিক পুলিশ কর্মীদের উপরই ক্ষোভপ্রকাশ করতে দেখা যাচ্ছে আইনভঙ্গকারীদের।
নতুন নিয়ম অনুযায়ী বিনা হেলমেটে জরিমানা ১০০০ টাকা। যা আগে ছিল ১০০ টাকা। বিপজ্জনক ও বেপরোয়াভাবে গারি চালালে এখন জরিমানা করা হবে ৫০০০ টাকা। গাড়ির বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে ৫০০০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। ফিটনেস সার্টিফিকেট না থাকলে ১০ হাজার টাকা, বিনা পারমিটেও ১০ হাজার টাকা এবং উপযুক্ত ড্রাইভিং লাইসেন্স না থাকলে ৫০০০ টাকা জরিমানা করা হবে। মোট ২৬ টি ট্রাফিক সম্পর্কিত বিষয়ে জরিমানা বাড়ানো হয়েছে।