শিলিগুড়ি,৯ জুলাইঃ বেসরকারি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।শিলিগুড়ি পুলিশ কমিশনারের দ্বারস্থ হলেন অভিযোগকারীরা। শিলিগুড়ির হাকিমপাড়ায় রয়েছে ওই সংস্থা। অভিযোগকারীদের দাবি, তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা করে নেয় ওই বেসরকারি সংস্থা।তার বিনিময়ে তাদের একটি মেশিন ও পেনসিল বানানোর সামগ্রী প্রদান করা হয়।সংস্থার কর্মীরা তাদের বলেন যে যত বেশি পেনসিল তৈরি করতে পারবে সেই অনুযায়ী সে কমিশন পাবে।অভিযোগ, এরপর প্রচুর পেনসিল নিয়ে হঠাৎ টাকা না দিয়ে উধাও হয়ে যায় ওই সংস্থা।ফোনের মাধ্যমে যোগাযোগ করেও কোনও সুরাহা মেলেনি।গতকাল তারা এই বিষয়ে পানিট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন।আজ বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা। যদিও তিনি বাইরে থাকায় তার সঙ্গে দেখা করতে পারেননি অভিযোগকারীরা।
রণিত সরকার নামে এক অভিযোগকারী বলেন, ওই সংস্থার লোকজন ফিরে আসুক।আমাদের বকেয়া টাকা আমাদের ফেরত দিয়ে দিক।আমরা মেশিন জিনিসপত্র সব ফিরিয়ে দেবো।