রাজগঞ্জ, ১৬ অগাস্টঃ বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করল ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের পুটিমারি এলাকার চিকিৎসা বর্জ্য পোড়ানোর কারখানার শ্রমিকরা।মঙ্গলবার থেকে এআইইউটিইউসি (AIUTUC) সংগঠনের শ্রমিকরা কারখানার সামনে ধর্নায় বসেন।দাবি পূরণ না হলে লাগাতার এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা।
জানা গিয়েছে, পুটিমারি এলাকার ওই কারখানায় সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসার বর্জ্য পোড়ানো হয়।প্রায় ৭০ জন শ্রমিক কাজ করেন।শ্রমিকদের অভিযোগ,চার বছর আগে মজুরি চুক্তির মেয়াদ শেষ হওয়া সত্বেও কর্তৃপক্ষ মজুরি চুক্তি করেনি।এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনও হেলদোল নেই বলে অভিযোগ
এই বিষয়ে এআইইউটিইউসি’র ইউনিট সভাপতি জয় লোধ বলেন, চার বছর আগে মজুরি চুক্তির মেয়াদ শেষ হওয়া সত্বেও কর্তৃপক্ষ মজুরি চুক্তি করেনি। ফলে দ্রব্যমূল্যের বাজারে শ্রমিকরা সমস্যায় পড়েছেন। আড়াই মাস আগে একই দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছিল। চারদিন ওই কর্মবিরতির পর কারখানা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বৈঠক করার আশ্বাস দেওয়ায় শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নেন। কিন্তু তারপর কর্তৃপক্ষ মজুরি চুক্তি নিয়ে বৈঠক করেনি। অধিকাংশ শ্রমিকের পিএফ, গ্রাচুইটি ও ইএসআই নেই। একাধিকবার ইউনিয়নের তরফে কর্তৃপক্ষকে বৈঠক করার জন্য লিখিতভাবে অনুরোধ করা হলেও কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই বলে অভিযোগ।
এই ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি।