শিলিগুড়ি, ৫ সেপ্টেম্বরঃ বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভে সামিল হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা৷
সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দুই ঘণ্টা কর্মবিরতি রেখে বিক্ষোভে সামিল হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা।দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে জানানোর পরও বেতন বৃদ্ধি হয়নি বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের।
অস্থায়ী কর্মীরা জানান, বিশ্ববিদ্যালয়ে কম বেশি মিলিয়ে মোট ৪০০জন অস্থায়ী কর্মী কাজ করেন।দীর্ঘ সময় ধরে বেতন বৃদ্ধি হয়নি।আগামীতে বেতন বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে হুঁশিয়ারি দেন তারা।
তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।