শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির নোটিশ জারি করেও পরে তা বাতিল করার বিরুদ্ধে বুধবার বিক্ষোভ প্রদর্শন করলো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির কর্মীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্যরা।অর্থ দপ্তরে তালা ঝুলিয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা।
গত ১৮ই ফেব্রুয়ারি কর্ম সমিতির বৈঠক চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করেন অস্থায়ী কর্মীরা।পরে উপাচার্য ১০% হারে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি ও অতিথি শিক্ষকদের ৫৭ হাজার টাকা বেতন দেওয়ার ঘোষণা করেন।মঙ্গলবার অর্থ দপ্তর সেই বর্ধিত বেতন দিতে অস্বীকার করায় আজ বিক্ষোভে ফেটে পড়েন সংগঠনের সদস্যরা।অভিযোগ, রাজ্যপাল এই বর্ধিত বেতনের মঞ্জুরি দিতে অস্বীকার করেছেন।এমনকি আন্দোলনরত অস্থায়ী কর্মীদের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এই কারণে আজ অর্থ দপ্তরে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান কর্মীরা।তবে এদিন উপাচার্য সহ রেজিস্ট্রার না থাকায় বিশ্ববিদ্যালয়ের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।