বেতন বৃদ্ধির দাবি‌তে অনশনে বসলেন জলপাইগুড়ি‌র MPHW এর স্বাস্থ্য কর্মীরা

জলপাইগুড়ি,১৭ ফেব্রুয়ারিঃ বেতন বৃদ্ধির দাবি‌তে সোমবার থেকে অনশন আন্দোলন শুরু করলেন জলপাইগুড়ি‌র MPHW এর স্বাস্থ্য কর্মীরা।


জলপাইগুড়ি জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে অনশনে বসেন তারা। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক থেকে আসা MPHW এর কর্মীদের অভিযোগ, ২০১০ সালে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার হিসেবে ছয় হাজার টাকা বেতনে কাজ শুরু করেন তারা। এরপর ২০১২ সালে বেতন বাড়িয়ে ১৩ হাজার ৮০০ টাকা করা হয়। কিন্তু এর পর থেকে বেতন আর বাড়ানো হচ্ছে না। প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েও কোনও কাজ হয়নি। বাধ‍্য হয়ে এই অনশন আন্দোলন শুরু করেছে‌ন তারা।

MPHW এর কর্মী রাজু সরকার বলেন, “আমাদের বেতন বাড়ানোর দাবি না মানা হলে লাগাতার অনশন আন্দোলন চালিয়ে যাব আমরা”।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *