শিলিগুড়ি,২৮ ডিসেম্বরঃ চা-বাগানের শ্রমিক, স্টাফ ও সাব-স্টাফদের নুন্যতম বেতন চুক্তি চালু করার দাবি জানাল তরাই ও দার্জিলিং এর চা বাগানের স্টাফ এন্ড সাব-স্টাফ কমিটি।
কনভেনার আশিষ বসু জানান, ২০১৪ সালের ত্রিপাক্ষিক চুক্তির পর এখনও পর্যন্ত আর কোনও চুক্তি লাগু হয়নি। ফলে ২০১৪ সালের চুক্তি হওয়া বেতনেই এখনও পর্যন্ত চা-বাগানের কর্মীরা কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে আন্দোলন চালিয়েও কোনো সমাধান মিলছে না। চা-বাগানের শ্রমিক, স্টাফ, সাব-স্টাফদের এমনিতেই বেতন কম রয়েছে তাই কমিটির তরফে মালিক পক্ষের সাথে কথা বলে তাদের কিছু দাবি তুলে ধরা হয়।
জানা গেছে, ২৯ ডিসেম্বর অ্যাডিশনাল লেবার কমিশনার চা-বাগানের ইউনিয়নগুলির সঙ্গে এবং ৩০ ডিসেম্বর মালিকপক্ষের সঙ্গে মিটিং করবেন।তবে কমিটির তরফে জানানো হয়েছে তাদের দাবি না মানা হলে তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবেন।