শিলিগুড়ি, ১৯ এপ্রিলঃ পেশায় কলকাতার পুলিশ কর্মী হলেও নানাভাবে সমাজসেবা করে আসছেন।কখনও লকডাউনে অভুক্তদের খাবার দেওয়া। আবার কখনও হাসপাতালের বাইরে দাড়িয়ে মানুষকে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার বিলি করেছেন।সবটাই নিজের বেতনের টাকায় করে আসছেন।
ফের করোনা থাবা দিয়েছে গোটা দেশে।প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা বাড়ছে।মাস্ক পরার প্রতি মানুষের মধ্যে সচেতনতার অভাবও দেখা যাচ্ছে।এই পরিস্থিতিতে সোমবার এনজেপি স্টেশনে মাস্ক বিতরণ করলেন বাপন দাস।এদিন এনজেপি স্টেশনে ভিন রাজ্য থেকে আসা ট্রেনের যাত্রীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করেন তিনি।
বাপন দাস বলেন, ট্রেনের যাত্রীদের মধ্য অনেকেরই কাছে মাস্ক ও স্যানিটাইজার নেই।সেই কারনে তাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হচ্ছে।শুধু তাই নয়,ট্রেনে প্রত্যকটি বগিতে হাত ধোঁয়ার জন্য সাবান রাখা হচ্ছে যাতে যাত্রীরা নিজেদের হাত পরিষ্কার করে ধুয়ে নিতে পারে।