শিলিগুড়ি,২৬ জুলাইঃ করোনা পরিস্থিতিতে জীবন বাজি রেখে কাজ করছেন তারা, তবে তার বিনিময়ে বারবার কমে যাচ্ছে তাদের বেতন।এমন অভিযোগ আনল এক প্রখ্যাত খাবার হোম ডেলভারি সংস্থার কর্মীরা।এই অভিযোগ নিয়ে আজ সেবক রোডে ওই হোম ডেলভারি সংস্থার কর্মীরা বিক্ষোভে নামে।
কর্মীরা জানিয়েছেন, লকডাউনের পর তাদের বেতন এমনিতেই কমে গিয়েছে, তারপর আবার ইনসেনটিভ কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।এছাড়াও এই পরিস্থিতিতে কাজ করার জন্য কোম্পানি তাদের মাস্ক, স্যানিটাইজার কোনোকিছুই দিয়ে সাহায্য করছে না।এরপর ইনসেনটিভ কমিয়ে নিলে পরিবার নিয়ে তারা চরম বিপদের সম্মুখীন হবে।তাই তাদের দাবি তাদের ইনসেনটিভ যাতে কমানো না হয়।তারা আরও জানান,কোম্পানি যতদিন তাদের এই দাবি মেনে না নেবে ততোদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন।