শিলিগুড়ি,১৫ জুলাইঃ তিন মাস ধরে দেওয়া হচ্ছে না বেতন।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্রুপ ডি কর্মীদের টেন্ডারের মাধ্যমে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়।প্রায় ১৫০ জন কর্মী এই প্রক্রিয়ায় কাজ করে চলেছেন।কর্মীদের অভিযোগ,গত তিন মাস ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না।বিষয়টি একাধিকবার সুপারকে জানালেও তিনি কোনও পদক্ষেপ গ্রহণ করছেন না।তাই তারা বৃহস্পতিবার সকালে হাসপাতালের টিকিট কাউন্টার ও বহির্বিভাগের সামনে বিক্ষোভ দেখান।এদিকে অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় রোগী পরিষেবা।পরে মেডিকেল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে সুপার সঞ্জয় মল্লিক বলেন, ওই কর্মীদের যে সংস্থার মাধ্যমে নিয়োগ করা হয়েছে তারাই বেতন দেয়।ফলে আমাদের কিছু করার নেই।