শিলিগুড়ি,১৪ অক্টোবরঃ বেতন ও বোনাসের দাবিতে ধর্মঘটে সামিল হল ইন্ডিয়ান অয়েলের ট্যাঙ্কার চালকেরা।লকডাউনের পর থেকে অনেকেই অর্থাভাবে ভুগছে, অর্থাভাবে কেউ কেউ পেশা বদল করেছে।তবে এখনো ধৈর্যের সাথে গাড়ি চালিয়ে সংসারের ভরণপোষণ চালাচ্ছে ট্যাঙ্কার চালকেরা। তবে পুজার আগে কয়েক মাসের বেতন থেকে বঞ্চিত তারা, শুধু তাই নয় বোনাসও মেলে নি তাদের। যে কারণে এদিন বেতন ও বোনাসের দাবিতে ধর্মঘটে সামিল হন ট্যাঙ্কার চালকেরা।
ড্রাইভার সংগঠনের সম্পাদক প্রদীপ তামাং জানান, বহু অসুবিধার মধ্যে রয়েছে চালকেরা, তারপরেও মালিকপক্ষ তাদের বেতন ও বোনাস বকেয়া রেখেছে। অবলম্বে যদি তাদের এই দাবী পূরণ করা না হয় তাহলে লাগাতার ধর্মঘটে সামিল থাকবে তারা।
অন্যদিকে মালিকপক্ষের তরফে বিকাশ সরকার জানান, ইন্ডিয়ান অয়েল কোম্পানির বৈষম্যের কারণে তারা সঠিকভাবে ট্যাঙ্কার চালাতে পারছেন না, ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এর ফলে নিজের সংসার চালানোর দায় হয়ে উঠেছে, বকেয়া পড়ছে চালকদের।অবিলম্বে বৈষম্য দূর করে সঠিক পদ্ধতিতে ট্যাঙ্কার চালানোর দাবি জানান তারা।