শিলিগুড়ি, ৫ ডিসেম্বরঃ বৃহস্পতিবার গভীর রাতে ফুলবাড়ি ব্যাটেলিয়ান মোড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের ভারতনগর এলাকার এক যুবকের। মৃতের নাম সায়ন মিত্র (২৫)। একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ছিলেন যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে দশটা নাগাদ শিলিগুড়ি–জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি ব্যাটেলিয়ান মোড়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকায় ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
তবে স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় পড়ে থাকা সায়ন মিত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতনগর এলাকায়।
ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
