শিলিগুড়ি,৬ জুনঃ হাইকোর্টের নির্দেশে শিলিগুড়িতে অবৈধ নির্মান ভাঙার কাজ শুরু করল শিলিগুড়ি পুরনিগম। দোতলা বাড়িটি গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে পুরনিগমের কর্মীরা। শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের পাতিকলোনিতে সরকারি জমির উপরে থাকা বাড়িটি বৃহস্পতিবার সকাল থেকে ভাঙার কাজ শুরু করা হয়েছে।
প্রসঙ্গত, কয়েক মাস আগে ওই অবৈধ বাড়িটি ভাঙতে যায় পুরনিগম। কিন্তু বাধার মুখে পড়েন পুরনিগমের কর্মীরা। যে কারণে ফিরে আসতে হয়।এদিকে হাইকোর্টেও মামলা চলছিল। এরপরই হাইকোর্ট বাড়িটি ভাঙার নির্দেশ দেয়। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বাড়িটি ভাঙা হয়।
এদিকে জংশন এলাকায় অধিকাংশ বাড়ি সরকারি জমির উপরে রয়েছে। যে কারণে পাট্টার দাবি তুলেছেন বাসিন্দারা।