উত্তরবঙ্গ সফরে আসবেন মুখ্যমন্ত্রী, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ও উত্তরকন্যা ঘুরে দেখলেন আধিকারিকেরা

শিলিগুড়ি,৩০ নভেম্বরঃ সাতদিনের জন্য উত্তরবঙ্গ সফরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।এই সফর ঘিরে তৎপর পুলিশ প্রশাসন।বৃহস্পতিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ও উত্তরকন্যা ঘুরে দেখলেন মেয়র গৌতম দেব, জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর সহ অন্যান্য আধিকারিকেরা।


জানা গিয়েছে, আগামী ৬ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর  উত্তরবঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। ভাইপোর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কার্শিয়াং যাবেন।বিয়ের অনুষ্ঠান ছাড়াও একাধিক সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom