রাজগঞ্জ, ১৬ মেঃ জল নিকাশি ব্যবস্থা না থাকায় বাড়ির ব্যবহার করা নোংরা জল গিয়ে পড়ছে রাস্তায়। সমস্যায় পড়ছেন রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হরসিং জামাদরগছের বাসিন্দারা। এই নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলাও হচ্ছে নিত্যদিন।গ্রামবাসীরা চাইছেন অবিলম্বে নিকাশি ব্যবস্থা করা হোক।
রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হরসিং জামাদরগছে বহু পরিবারের বসবাস। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা সেখানে পৌঁছালেও জল নিকাশি ব্যবস্থার অভাব। ফলে বাড়ির ব্যবহার করা নোংরা জল রাস্তায় দাঁড়িয়ে পড়ছে। বৃষ্টি হলে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে দাড়ায়। জমা জলের কারনে যাতায়াতের পাশাপাশি দুর্গন্ধও ছড়াচ্ছে।
বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ড্রেন করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আর ভোট পেরিয়ে গেলে নেতারা বেমালুম তা ভুলে যাচ্ছেন। ড্রেন না থাকায় জল নিকাশির সমস্যা তো হচ্ছেই, সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গেও ঝগড়া হচ্ছে।
এই বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি আমাকে আগে কেউ জানায়নি। গতকাল কয়েকজন গ্রামের বাসিন্দা আমাকে বিষয়টা জানিয়েছেন।দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।