বাইকের সামনে হাজির হাতি, মর্মান্তিক মৃত্যু দুই ভাইয়ের

নকশালবাড়ি, ১৪ নভেম্বরঃ হাতির হানায় মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির হাতিঘিসার মৌরি জোতে। বুধবার গভীর রাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে হাতির সামনে চলে আসে সঞ্জয় ওঁরাও ও অজয় ওরাও নামে দুই ভাই। হাতির হামলার একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেকজন গুরুতর জখম হন। পরে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে সেখানে মারা যান।


জানা গিয়েছে, দুই ভাই নিরাপত্তারক্ষীর কাজ করে বাইকে বাড়ি ফিরছিল। সেসময় কেষ্টপুরের কাছে একটি হাতি হামলা করে। ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
অন্যদিকে বন দফতরের নিয়ম অনুযায়ী পরিবারকে আর্থিক সহায়তার বিষয়টি দেখা হচ্ছে বলে জানান কার্শিয়াঙের রেঞ্জের ডিএফও দেবেশ পান্ডে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *