জলপাইগুড়ি, ৬ ডিসেম্বরঃ ১০ ও ১২ ফুট লম্বা দুটি অজগর উদ্ধার জলপাইগুড়িতে। জলপাইগুড়ির তিস্তা সেতু লাগোয়া জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় পরপর দুটি অজগর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, শুক্রবার বিবেকানন্দ পল্লী এলাকা থেকে মৃত অবস্থায় একটি অজগর উদ্ধার করেন পরিবেশ কর্মীরা।গাড়ির ধাক্কায় অজগরটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান।এরপর আজ ফের ১০ ও ১২ ফুট লম্বা দুটি অজগর উদ্ধার হয়েছে।পরিবেশপ্রেমীরা অজগর দুটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয়।
পরিবেশ কর্মীদের অনুমান, গত অক্টোবরে তিস্তায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।সেই বন্যার জলে সংলগ্ন জঙ্গল থেকে বহু অজগর লোকালয়ে ভেসে এসেছে।এখনও বেশকিছু সাপ আশেপাশের এলাকায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
