শিলিগুড়ি, ৫ ডিসেম্বরঃ শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লি এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করলো আশিঘর ফাঁড়ির পুলিশ।উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার অলঙ্কার।ধৃতের নাম সঞ্জু দাস।ফকদইবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ ডিসেম্বর বাড়ি ফাঁকা থাকার সুযোগে পূর্ব বিবেকানন্দ পল্লিতে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর বাড়ির মালিক বিমল ভাওয়াল আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পরদিনই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সোনার অলঙ্কার।শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
