শিলিগুড়ি,২১ ফেব্রুয়ারিঃ টোটোর ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। গত ১৪ ফেব্রুয়ারি শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর নেতাজি সুভাষ রোডে একটি টোটোর ধাক্কায় মৃত্যু হয় চিত্রা কুন্ডু নামে এক মহিলার। বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন মহিলা। সেসময় বাড়ির সামনেই রাস্তায় একটি টোটো তাঁকে পেছন থেকে ধাক্কা মারে। টোটোর ধাক্কায় চিত্রা দেবী রাস্তায় পড়ে যান। এরপর তাঁর উপরে উঠে যায় টোটোটি। মাথায় গুরুতর চোট পান তিনি। এরপর থেকেই কোমায় ছিলেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছিল মহিলার। মঙ্গলবার রাতে সেখানেই মারা যান তিনি। বুধবার ময়নাতদন্তের পর দেহ সুভাষপল্লীতে বাড়িতে নিয়ে আসা হয়।
ঘটনার পর শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চিত্রা দেবীর পরিবার। তদন্তে নেমে পুলিশ টোটো চালককে গ্রেফতার করেছে।
এদিকে নেতাজি সুভাষ রোডে ড্রেনের কাজের জন্য স্ল্যাবগুলি ভাঙা হয়েছে। সেই ভাঙা স্ল্যাবগুলি কয়েকদিন ধরেই রাস্তার উপরে রয়েছে। সেগুলি পরিষ্কার না করার জেরে রাস্তা ছোট হয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ বাসিন্দাদের।যদিও সেই অভিযোগ মানতে চাননি স্থানীয় কাউন্সিলর অভয়া বসু।