শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ শিলিগুড়িতে তৈরি হবে মহাকাল মন্দির।মন্দিরের শিলান্যাস নিয়ে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি।
আগামী ১৬ জানুয়ারী মহাকাল মন্দিরের শিলান্যাস করার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় চলছে প্রশাসনিক প্রস্তুতি।
এদিন মন্দিরের জায়গা পরিদর্শনে যান মেয়র গৌতম দেব।মেয়রের সঙ্গে ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকেরা।গোটা বিষয়টি খতিয়ে দেখেন তারা।
মন্দির তৈরির জন্য জমি পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে।মহাকাল মন্দির নিয়ে স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ উদ্দীপনা রয়েছে।মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানের জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।
