শিলিগুড়ি,২ নভেম্বরঃ আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়ি পুরনিগম। সূর্যসেন কলোনির এ ব্লকের বাসিন্দা আরতি দে।স্থানীয় বাসিন্দা খোকন চৌধুরী তার বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ করেন।তাঁর অভিযোগ, কয়েকবছর ধরে বাড়ির পেছনের অংশে অবৈধভাবে নির্মাণ করছেন প্রতিবেশী আরতি দে।এই অভিযোগ পাওয়ার পর আদালতের তরফে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।পাশাপাশি পুরনিগমের তরফে এই বিষয়ে নোটিশ পাঠানো হয় আরতি দেবীকে।কিন্তু অভিযোগ, তিনবার নোটিশ পাঠানোর পরও কোনোরকম কর্ণপাত করেননি আরতি দে।অবশেষে বৃহস্পতিবার সেই অবৈধ নির্মাণ ভেঙে দেয় শিলিগুড়ি পুরনিগম।
আরতি দে’র প্রতিবেশী শেখর চৌধুরী জানান, অবৈধ কাজের বিরুদ্ধে আদালতের রায় ও পুরনিগমের ভূমিকা প্রশংসনীয়।
অন্যদিকে আরতি দে জানান, প্রতিশোধ নিতেই এই ধরনের অভিযোগ করেছেন খোকন চৌধুরী।যেহেতু একসময় খোকন চৌধুরীর বাড়িতে বরফ ভাঙ্গার মেসিনের কাজ হত,তাতে আশেপাশের সমস্ত বাড়িঘরে কম্পন হত।সেই ঘটনার প্রতিবাদ করে পুরনিগমে অভিযোগ করে তা বন্ধ করে দেওয়ার জন্যই খোকন চৌধুরী তাদের বিরুদ্ধে এমন প্রতিহিংসায় সরব হয়েছেন।