রাজগঞ্জ, ১০ ডিসেম্বরঃ বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরি, সর্বস্ব নিয়ে চম্পট দিল চোরের দল।ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কামাতপাড়ায়।মঙ্গলবার রাতে এই চুরির ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো ওই গ্রামের বাসিন্দা সাধন পাল ও তার স্ত্রী কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে যান। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে তারা দেখেন, ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা বাড়ির বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে সর্বস্ব নিয়ে চম্পট দেয়।
গৃহকর্ত্রী জয়ন্তী পাল জানান, আমি মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করি আর আমার স্বামী গার্ডের চাকরি করেন। কোনও রকমে আমাদের সংসার চলে। চোরের দল আলমারিতে রাখা সোনার অলংকার, একটি টিভি, সাউন্ড বক্স ও নগদ প্রায় কুড়ি হাজার টাকা চুরি করেছে।
ইতিমধ্যেই এই বিষয়ে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
