কোচবিহার,৮ ফেব্রুয়ারিঃ আইআইটি খড়গপুরের ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরী অফ ইন্ডিয়ার সহযোগিতায় কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে প্রথম ডিজিটাল লাইব্রেরী হাব তৈরি হচ্ছে।
বৃহস্পতিবার কোচবিহার রবীন্দ্রভবনে খড়গপুর ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরী অফ ইন্ডিয়া ও ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরী অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এবং আইআইটি খড়গপুর ও কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ডিজিটাল লাইব্রেরী হাব নিয়ে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।দুদিন ব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হবে।
এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ নিখিলেশ চন্দ্র রায়, রেজিষ্টার ডক্টর আব্দুল কাদের স্যাফলি, চেয়ারম্যান সেন্ট্রাল লাইব্রেরী আইআইটি খড়গপুর অফিসার কেপি সিনহা মহাপাত্র, লাইব্রেরিয়ান সেন্ট্রাল লাইব্রেরী আইআইটি খড়গপুর ডঃ বি সূত্রধর, সভাপতি প্রদীপ কুমার কর সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, এই ডিজিটাল লাইব্রেরী হাবের জন্য অত্যাধুনিক সার্ভার কম্পিউটার ও উন্নত যন্ত্রপাতি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় বসতে চলেছে।মূলত এরকম হাব হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা উপকৃত হবে।এই সেমিনারে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরী সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।