রাজগঞ্জ, ৯ আগস্টঃ কোভিড পরিস্থিতির জেরে জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ।তাই রাজগঞ্জের ভদ্রেশ্বর শিব মন্দিরে ভিড় করছেন পুণ্যার্থীরা।শ্রাবণ মাসের প্রতি সোমবার পুণ্যার্থীরা আসছেন শিবলিঙ্গে জল ঢালতে।
রাজগঞ্জের কালিনগরের অদূরে ঐতিহ্যবাহী ভদ্রেশ্বর শিব মন্দির।প্রতিবছর শ্রাবণ মাসে শিবের পুজোর পাশাপাশি মেলা বসে।তবে এবারে কোভিড পরিস্থিতির জন্য মেলা না বসলেও পুজোর জন্য মন্দিরের দরজা খোলা রয়েছে।
পুজো দিতে আসা পুণ্যার্থীরা বলেন, প্রতিবছর জল্পেশ মন্দিরে শিবের পুজো দিতে গেলেও এবার কড়াকড়ির জন্য সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।তাই ঐতিহ্যবাহী ভদ্রেশ্বর মন্দিরে তারা পুজো দিতে এসেছেন।তবে স্বাস্থ্যবিধি মেনেই পুজো দেওয়া হচ্ছে বলে পুণ্যার্থীরা জানান।
মন্দির কমিটির তরফে জানা গিয়েছে, পুণ্যার্থীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে পুজো দেন সেব্যাপারে নজর রাখার পাশাপাশি সতর্কও করা হচ্ছে।